Parasailing in Cox's Bazar


সবাইকে জানাই আমার সালাম। আসা করি সবাই ভালো আছেন।আজকে আমি কক্সবাজারে অন্যতম একটা বিষয় নিয়ে কথা বলব। আর সেই বিষয়টি হল Parasailing যা ভ্রমণ প্রিয় মানুষদের
 কাছে একটি অন্যতম আকর্ষণ। আর এই Parasailing টি হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে একদম লালকাঁকড়া বিচে। Parasailing করতে যেমন সাহসের প্রয়োজন তেমনি শক্তিরও প্রয়োজন আছে। পারাসাইলিং করতে আকাশে পর্যাপ্ত পরিমাণ বাতাস দরকার। বাতাস ভালো থাকলে আকাশে পাখির মত উরতে পারবেন। আর যদি বাতাস না থাকে তাহলে উরতে পারবেন না। পারাসাইলিং হচ্ছে অনেকটা ঘুড়ি উরানুর মত। পারাসাইলিং করতে আমাদের ২০০০ টাকা লেগেছিল জন প্রতি। 

আপনি যখন Parasailing জন্য টিকেন কাটবেন তখন থেকে ওই স্পটে আপনার জন্য ১২ জন লোকের একটা টিম আপনার Safty জন্য থাকবে। তারা আপনাকে দেখিয়ে দিবে আকাশে উড়তে হবে কিভাবে, আকাশ থেকে নামতে হবে কিভাবে।
আকাশে আমি
আমি আকাশে Hlp hlp😂😂



বাতাসের এত বেগ যে একটা মানুষকে শুনে ্য উড়িয়ে নিয়ে যাই। আকাশে উড়ার অনুভতি ছিল ধারুন। আপনি যখন বাতাসে  উরবেন তখন আপনি নিজেকে পাখি মন এ হবে।

নামার সময় 😋😋

পারাসিলিং এর সব থেকে কঠিন কাজ হচ্ছে নামার কাজতা।আপনি যখন আকাশ থেকে নামবেন তখন আকাশে অনেক বাতাস থাকবে। আপার গাইড যখন পানিটে স্পীড বুট থেকে বাশি দিবে।  আপনি আমার ছবিতা ভালো করে লক্ষ করে দেখন আমার বাম হাতটা দিয়ে আমি একটা দড়ি টানছি। সেই দড়ি টানার সময় বাতাসে এত পরিমাণ বাতাস থাকে জ ওইটা ১ ইঞ্চি পরিমাণ কাছে আনা যাই না। সেই দড়িটি তখন আপনাকে টানতে হবে মাটিতে নামার জন্য।



Comments

Post a Comment

Popular Posts