Cox's Bazar to Moheshkhali
মহেশখালী হচ্ছে কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট। মহেশখালী হচ্ছে কক্সবাজারের একটি উপজেলা।
কক্সবাজারে যদি যাওয়ার কথা ভাবেন তাহলে অবশই মহেশখালী যাওয়ার প্লানও করবেন। মহেশখালীর স্পীড বুট এ উঠার মজাটা কেও মিস করবেন না। কক্সবাজার থেকে মহেশখালী ৬ নাম্বার ঘাট এ যাবেন। ঘাটে ঢুকার সময় আপনার জন প্রতি ১০/২০ টাকা করে টিকেট লাগবে। ঘাট সকাল ৫ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত খুলা থাকে।
মহেশখালী ঘাটে আপনি প্রচুর পরিমানে স্পীড বুট পাবেন। আপনি যদি একা বা ৩/৪ এর ফামিলি নিয়ে যান তাহলে, আমি বলব আপনি শুধু শুধু একটা স্পীড বুট রিজার্ভ না করে জন প্রতি ৭৫টাকা লোকাল ভাড়া দিয়ে ঘুরে আসতে পারবেন। একটা স্পীড বুট এ ১০-১২ জন লোক উঠতে পারে। স্পীড বুট থেকে মহেশখালী যেতে আপনার ১৩ মিনিট লাগে।
আপনি মহেশখালী ঘাটে নামার পর দেখতে পারবেন। সেই খানে অনেক প্রকার এর পান রয়েছে। যারা পান খেতে পছন্দ করেন। তাদের জন্য অনেক ভালো হবে মহেশখালীর পান। যা সারা বাঙ্গালাদেশ এ নাম করেছে।


Comments
Post a Comment