হেলো সবাই কেমন আছেন? আমার মন এ হয় সবাই ভালো আছেন। আজকে আমি আবার লিখতে বসছি একটা নতুন কিছু নিয়ে। কক্সবাজারেত  অনেক মানুষ জাই; অনেকে  অনেক কিছুই খয়। অনেকে আবার মাছ বাঁজা খাওইয়ার জন্য কক্সবাজার যাই। আমারও সেই রকম একটা উদ্দেশ নিয়ে যাওয়া হয়। আপনি কক্সবাজারে রাতে রাস্তাই বের হইলে দেখতে পারবেন রাস্তার পাসে অনেক ছোট ছোট দোকান বসে, সেই খানে আপনি বিভিন্ন প্রকার মাছ বাঁজা দেখতে পাবেন। 


কিন্তু আমরা সেই খান থেকে মাছ বাঁজা খাইনি। আমরা একদম ডলফিন মোড়ে বিচ থেকে মাছ বাঁজা খাই, কারণ সেইখানে আপনি অনেক প্রকার মাছ দেখতে পারবেন + সেইখানে আপনি ভালো মাছ পাওয়ার সম্ভবনা বেশি থাকে। রাস্তার পাসে যে মাছ গুলা বিক্রি করে সেই মাছ গুলা তারা ডলফিন মোড় থেকে কিনে তারা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মাছের দাম অনেক কম পাবেন।


আমরা যে ওকটপাসটা খাই, সেই মাছটার দাম ৪৫০ টাকা ছিল। সম্পূর্ণ ওকটপাসটা না খাইতে চাইলে আপনি ইচ্ছা করলে ওকটপাসের শুধু একটা পা কিনে খাইতে পারেন। ওকটপাস খাইতে অনেকটা রাবারের মত কিন্ত মাংসের স্বাদ 😋😋পাবেন।


ওকটপাসটা টার থেকে স্কুইডটা খেতে বেশি মজা। স্কুইডটা দাম অনেক কম। কিন্ত অনেক মজা স্কুইড। আপনার কাছে মনে হবে আপনি কোনো মাছ খাচ্ছেন না। আপনি একটা চিপস খাচ্ছেন এমন টেস্ট পাবেন।আমি আপনাদের জন্য বলব যারা ওকটপাস খেতে না চান তারা একবার হইলেও স্কুইডটা খাওয়ার জন্য চেষ্টা করবেন।


Comments

Popular Posts