Sea pearl water park
হেলো সবাইকে। আসা করি সবাই ভালো আছেন। এই পোস্টটি হচ্ছে আমার লাইফ আর ১ম পোস্ট। আমরা ছি পার্ল ওয়াটার পার্ক এ যাই। Sea Pearl Water Park টি কক্সবাজার ডলফিন মোড় থেকে ইনানী বিছ আরও ৩ কি.মিঃ বিতরে। আপনি তাদের কাছ থেকে বাস সার্ভিস নিতে চাইলে নিতে পারবেন, জন প্রতি ৩০ টাকা ওয়াটার পার্ক থেকে কক্সবাজার। ওয়াটার পার্ক টি কক্সবাজারে অনেক জনপ্রিয় একটি পার্ক। পার্কটি সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত খুলা থাকে। পার্কটির প্রবেশ/টিকেট টিকেট ছিল মাত্র ৫০০ টাকা। পার্কটিতে আপনি গুসল করার জন্য জামা কাপড় কিনতে পারবেন।
Swimming Costume Price
- Mogl T-Shirt -------------------- 200tk
- T-Shirt half Steeve --------------- 250tk
- T-Shirt Long Steeve -------------- 300tk
- Full Pant-------------------------- 230tk
- Three Quarter Pant --------------- 250tk
- Short Pant with mash inside ------- 300tk
আপনাদের সবার জন্য থাকছে ওয়াটার পার্ক এর পক্ষ থেকে লকার এর সুবিধা। লকার এর মূল্য ২০০টাকা। বাচ্চাদের জন্য থাকছে কিডস জুন। এর বড় দের জন্য রয়েছে কিছু লিমিটেড রাইডস।
Comments
Post a Comment